
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিএনজি অটোরিকশায় করে ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমসহ তিন যাত্রী।
এ সময় সিএনজি অটোরিকশাটি নগরীর ফতেয়াবাদ এলাকায় পৌঁছালে, গ্যাস বের হতে থাকে যাত্রীরা নেমে যেতে সমর্থ হন, এর পরপরি বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি পুরোপুরি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।