রাউজানে কাজী পাড়া যুব সংঘ ক্লাবের ফুটবল টুর্ণামেন্টের সম্পন্ন

রাউজান উপজেলার গহিরা কোতোয়ালী ঘোনা,”কাজীপাড়া যুব সংঘ,, ক্লাবের আয়োজনে কাজীপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। (২৮ অক্টোবর) বুধবার বিকাল চারটায় কাজীপাড়া ফুটবল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধীতা করেন ”কাজী একাদশ,, বনাম “সৈয়দ একাদশ,। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ালে ৩-৪ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “কাজী একাদশ”। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং গহিরা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার। খেলার শুরুর প্রাক্কালে”যুব সংঘ” ক্লাবের সিনিয়র উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ শফিউল আলম (শফি সওঃ)’র সভাপতিত্বে, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি যুব সংঘের বিভিন্ন সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের মাননীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশ, রাউজানে কোন মাদক বিক্রেতা, মাদক সেবনকারী, ইভটিজার থাকতে পারবেনা, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাদের ইউনিয়নে এমপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন করছি, এতে কাজীপাড়া “যুব সংঘ’র এমন উদ্যোগ আমার কাজের সহায়ক। “যুব সংঘের” যে কোন ভালো উদ্যোগের সাথে থাকার আশ্বাস প্রদান করেন তিনি। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য “যুব সংঘ” ক্লাবের নির্বাচনে ভোটারদের প্রতি যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। এতে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা আবু আহমদ (আবু মেম্বার) সমাজ সেবক মোঃ শাহ আলম, “যুব সংঘ”র প্রতিষ্ঠা সদস্য ও পৃষ্ঠপোষক তরুণ সমাজ সেবক মোঃ আনিসুর রহমান আনিস,ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি মোঃ হাসেম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হান্নান সিকদার, যুবলীগ নেতা মোঃ বেলাল, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ ওসমান গণি ওসমান, ছাত্রলীগ নেতা মোঃ জাকির হোসেন, প্রবাসী মোঃ মামুন প্রমুখ। এর আগে বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি ফিতা কেটে কাজীপাড়া “যুব সংঘ” ক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। তরুণদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করার লক্ষে গত ১৬ অক্টোবর কাজীপাড়া যুব সংঘের ব্যবস্থাপনায় কাজীপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২০ পর্দা উঠে, কাজীপাড়ার তরুণরা “চারটি ফুটবল,, দলে ভাগ হয়ে সাতটি ম্যাচ খেলেন। সর্বশেষ “সৈয়দ একাদশ” বনাম “কাজী একাদশ”র ফাইনাল খেলার মাধ্যমে টুর্ণামেন্টের পরি সমাপ্তি ঘটে। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোল রক্ষক মোঃ সোহেল। উল্লেখ, আগামী (৩১ অক্টোবর) শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাজীপাড়া “যুব সংঘ” ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে তিনটি পদে ভোট গ্রহণ চলবে, তিনটি পদের জন্য ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সভাপতি পদে, মোঃ ইফতেখার উদ্দিন আরমান আমির (চেয়ার),, মোঃআশরাফুল আলম মিজান (তালা)। সাধারণ সম্পাদক পদে, মোঃ শাহাদাত হোসেন (বাই সাইকেল),, মোঃ মিনহাজ উদ্দিন মাসুম (মোবাইল ফোন)। অর্থ সম্পাদক পদে, নাঈম উদ্দিন আরমান (চাবি), মোঃ নাঈম উদ্দিন (কলসি) প্রতিকে প্রতিদ্বন্ধীতা করছেন। দশ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, এতে ১২০ জন ভোটার তাদের মূলবান ভোট প্রদান করবেন।