অস্ত্র-ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক দুই

হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান ও ১৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক দুইজন হলো- হাটহাজারী থানাধীন বাগানবাড়ি সেকান্দার কলোনি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩২) ও জোরারগঞ্জ থানাধীন গোপীনাথপুর এলাকার শফিউল আলমের ছেলে মো. ইকবাল হোসেন (২৫)।

মো. জাহাঙ্গীর হোসেনকে হাটহাজারী থানাধীন বড়দীঘির পাড় দক্ষিণ পাহাড়তলী খিল্লাপাড়া এলাকা থেকে একটি ওয়ানশুটারগানসহ আটক করা হয় এবং মো. ইকবাল হোসেনকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকা থেকে ১৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, হাটহাজারী থানাধীন বড়দীঘির পাড় দক্ষিণ পাহাড়তলী খিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটারগানসহ মো. জাহাঙ্গীর হোসেনকে ও কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। ইকবাল হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে যেটি মাদক পরিবহনে ব্যবহার করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেনকে হাটহাজারী থানায় ও ইকবাল হোসেনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাহমুদুল হাসান মামুন।