সিভাসু হাটহাজারীস্থ ক্যাম্পাসে শনিবার চালু হচ্ছে করোনা ল্যাব

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে শনিবার চালু হচ্ছে আরও একটি করোনা ল্যাব। বিশ্ববিদ্যালয়টির হাটহাজারীস্থ রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভাুস’র হাটহাজারীস্থ ক্যাম্পাসে দ্বিতীয় করোনা ভাইরাস শনাক্তের ল্যাব স্থাপন করা হয়েছে। ৩১ অক্টোবর (শনিবার) এই ল্যাবের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং সভাপতিত্ব করবেন সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

করোনা পরিস্থিতির পর গত ২৩ এপ্রিল সিভাসু’র মূল ক্যাম্পাসে প্রথম করোনা ল্যাব চালু করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ করোনার নমুনা সংগ্রহ করে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয় সিভাসু’র ল্যাবে।