বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.)’র আদর্শ অনুসরনের বিকল্প নেই

২৭ অক্টোবর মঙ্গলবার আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসার সহযোগিতায় জয়েন্ট কোয়ার্টার মাদরাসার সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতি বছরের মত এবারও সকাল ১০ টায় জশনে জুলুছ (বর্ণাঢ্য র‌্যালি) বের হয়।
ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে জুলুছটি মাদরাসা থেকে শুরু হয়ে জেনেভা ক্যাম্প, আসাদগেট, মোহাম্মদপুর টাউনহল, শিয়া মসজিদ, আদাবর, শ্যামলী হয়ে পুনরায় মাদরাসায় এসে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রিয় নবী (দ.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথি ও প্রখ্যাত ওলামায়ে কেরাম।
জুলুছ (র‌্যালী) ও মাহফিলে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১৩ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ সাদেক খান, এম.পি। বিশেষ অতিথি ছিলেন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মো. সলিম উল্লাহ সলু, ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদ উল্লাহ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম রতন, সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, আলহাজ্ব মো. আব্দুল মালেক বুলবুল, আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন-বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মানুষের কিঞ্চিৎ মানসিক পরিবর্তন হলেও সামগ্রিক চিন্তা- চেতনা, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মহানবীর নীতি- আদর্শ থেকে যোজন-যোজন দূরে থাকায় প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে দেশ এবং জাতি। সামগ্রিক সমূহ বিপদ থেকে মুক্তি পেতে সর্বত্র প্রিয় হাবিবের জীবনী চর্চা ও আলোচনা সময়ের দাবী।
বক্তারা আরও বলেন- নীতিহীন ও আদর্শহীন হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। আর আদর্শিক চেতনায় বিশ্বাসী হয়ে জীবন গঠন করতে পারলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি সুনিশ্চিত। তাই পরিবার, সমাজ, রাষ্ট্রে তথা সর্বত্র কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া বক্তারা আরও বলেন, স¤প্রতি ফ্রান্স সরকারের সমর্থন নিয়ে সেদেশের পত্রিকা শার্লি হ্যাবদো প্রিয় নবীকে নিয়ে অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে বিশ্ব মোড়লদের নিরবতা, ও.আই.সি, আরবলীগের অভিভাবকহীন মানসিকতা, জাতিসংঘের খেয়ালিপনায় বিশ্ববিবেককে আঘাত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে জাতিসংঘসহ সকল অভিভাবক সংস্থাকে নবী (দ.) ও ধর্মের প্রতি বিদ্বেষ-পোষণকারীদের শাস্তির আওতায় আনার বিশেষ ব্যবস্থা গ্রহণের আহŸান জানান।
জুলুছে গাউছিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখা, ধর্মীয় সংগঠন ও বিভিন্ন জেলা, মহানগর থেকে আগত নবী-প্রেমিক, ধর্ম-প্রেমিক, আশেক-ভক্ত রং-বে রংয়ের ব্যানার-ফেস্টুন, কালেমা লিখিত পতাকা নিয়ে মিছিল অংশগ্রহণ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটান।