চকরিয়ায় আল্লামা আব্দুর রহিম বুখারী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রেস বিজ্ঞপ্তিঃ
আল্লামা আব্দুর রহিম বুখারী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য ২৭ অক্টোবর (মঙ্গলবার) কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর মাদ্রাসা পাড়ায় সারাদিন বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম হাবিবুল গণি বুখারি।
“সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্প”
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- এম.বি.বি.এস, বিসি.এস, (স্বাস্থ্য)  সি.সি.ডি, পি.জি.টি- ডাঃ ইফতেখারুল ইসলাম মিশুক,  সাবেক প্রধান অফিসার আজিজ নগর ইসলামিক মিশনের ডাঃ আবু হোসেন।
ফ্রি চিকিৎসা সেবায় সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ১৫০  জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী মাও. হাসান বিন সুলতান, মাদ্রাসার নির্বাহী পরিচালক মাও. মনির উল্লাহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, মানবতার কল্যাণেই এ ফাউন্ডেশনের আত্নপ্রকাশ। তাই সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আল্লামা আব্দুর রহিম বুখারি দাতব্য চিকিৎসালয় নামীয় প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রতি মাসে চিকিৎসা সেবা প্রদান করা হয়।