নবী করিম (দঃ) এর শুভাগমন বিশ্ববাসীর জন্য রহমত

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ ভুজপুর থানা শাখার উদ্যোগে ২৬ অক্টোবর সকাল ৮টা হতে খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী (রহ.) হযরত শাহছুফি সৈয়দ আব্দুস সালাম ভুজপুরী (রহ.) এর মাযার থেকে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে বিশাল র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ ভুজপুর থানার উপদেষ্টা মুহাম্মদ বেলাল মেম্বারের সভাপতিত্বে এবং সংগঠনের দপ্তর সম্পাদক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মহাসচিব মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইকবাল হোসাইন আলকাদেরী (মু.জি.আ)। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা এডিএম আরুছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভুজপুর থানার সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ ওসমান গণী হোসাইনী, সাধারণ সম্পাদক মাওলানা হাাফেজ আবদুল লতিফ চাটগামী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দুল হক সৈয়দ, প্রচার সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন বাবু, গাউসিয়া কমিটি নারায়ণহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, গাউসিয়া কমিটি রাংগামাটিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, আল হাসানাইন মডেল মাদ্রাসার ডাইরেক্টর আলহাজ্ব মুহাম্মদ হোসেন চৌধুরী, হাপানিয়া ফকিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মাবুদ হোসাইনী, বাউদ্দারপাড় বাজারের ব্যবসায়ী ওমদা মিয়া সওদাগর, মির্জারহাট গাউসিয়া নুরীয়া মাদরাসার পরিচালক মাওলানা বেলাল হোসাইন, ইদিলপুর মাদরাসা সুপার মাওলানা শামসুল আলম, ইদিলপুর ফকিরপাড়া মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দীন সুন্দরপুরী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, যুবসেনা ভুজপুর থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, ছাত্রসেনা ভুজপুর থানার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাহেদুল ইসলাম, নারায়ণহাট ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ফজল করিম। আলোচনা সভায় বক্তাগণ বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অশেষ রহমত হচ্ছে হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ)’র এপৃথিবীতে শুভাগমন। মোবারক মাস হচ্ছে রবিউল আউয়াল। এ মাসের তাৎপর্য অপরিসীম। যেই নবী হচ্ছে সমগ্র মানবজাতির মুক্তির দিশারী, ভোগের পরিবর্তে ত্যাগের, জাহেলিয়াতের পরিবর্তে মানব সভ্যতা, যাবতীয় বিশৃঙ্খলা-বিদ্বেষ থেকে বিশ্ব মানবতাকে সু-শৃঙ্খল মানব সভ্যতা ও শান্তির ধর্ম ইসলামের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সাম্যমৈত্রির সেতুবন্ধন সহ দুনিয়া-আখেরাতে মহাকল্যাণের দিক দর্শনকারী, সেই নবীর শুভাগমনের মাসকে আমরা যতই শোকরিয়ার সাথে উদযাপন করি না কেন আদায় হবে না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ এরশাদ শিকদার, মাষ্টার মুহাম্মদ এয়ারুন, মুহাম্মদ রাইয়ান, মুহাম্মদ মিনহাজ রেজা, মুহাম্মদ মহিনুল করিম মাসুদ, মুহাম্মদ জিদান শিকদার, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ নুরন্নবী রুবেল, মুহাম্মদ আরমান, মুহাম্মদ শাহিন শাহ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ নাসির, মুহাম্মদ মিনার, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ সাহেদুল প্রমুখ।