রাউজানের হলদিয়ায় মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জুলুশ

নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রেছালত ইয়া রাসুলুল্লাহ(স.),সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী(স.)শ্লোগানে মুখরিত ছিল উত্তর হলদিয়ার গ্রামীন জনপদ। গত ২৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৮ টা হতে ১১ টা পর্যন্ত জুলুছের কর্মসূচী অব্যাহত ছিল।
রাউজানের সর্তাখাল ঘেঁষা পুরাতন বইজ্জাহাট থেকে প্রথম বারের মত জসনে জুলুছের রেলি বের করা হয়।আহলে সুন্নাত ওয়াল জামায়াত হলদিয়া আঞ্চলিক শাখার ব্যানারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)পালন উপলক্ষে জুলুছ ও মাহফিলের নেতৃত্ব দেন উপজেলা আহলে সুন্নাতের সেক্রেটারী আলহাজ্জ আল্লামা ইদ্রিস আনসারী (মা.জি.আ) ও জুলুছ বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ আলী মেম্বার। সকাল সাড়ে ৮ টায় পায়ে হেটে আশেকে রাসুলগন ব্যানার,ফেস্টুন,কালেমা ও দরুদ খচিত বিভিন্ন পতাকা নিয়ে জুলুছ সহকারে গ্রামিন জনপদ প্রদক্ষিন শেষে হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমী প্রাঙ্গনে জুলুছের সমাপ্তি ঘটে।
জুলুছ পরবর্তি আলোচনায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা(উত্তর)আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সেক্রেটারী আল্লামা ইদ্রিছ আনসারী।বাস্তবায়ন কমিটির সচিব সাহাবুল আলম সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ আলী মেম্বার,মাওলানা নুরুল আবছার রেজভী,মাওলানা জাফর আলম নুরী,মুহাম্মদ হোসাইন মাষ্টার,যুবসেনা নেতা মাষ্টার মুহাম্মদ ইছমাইল,সাংবাদিক এম বেলাল উদ্দিন,শায়ের মাওলানা মাসুমুর রশিদ কাদেরী,শায়ের মাওলানা সালামত রেজা কাদেরীপ্রমুখ।
উপস্তিত ছিলেন মাওলানা হারুন রশিদ কাদেরী,মাওলানা দিদারুল আলম কাদেরী,নুরু সর্দার,দেলামিয়া সওদাগর,প্রাইমারী স্কুল শিক্ষক মাওলানা ওবাই দুল্লাহ,মাওলানা মুহাম্মদ আলী,সৈয়দ মাওলানা জিয়াউল্লাহ,হাফেজ মাওলানা আবুতাহের,মাওলানা মামুনুর রশিদ,মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা বেলাল,মাওলানা হাসান রেজা,প্রবাসি নুরুল হুদা মুহাম্মদ আক্কাস,মুহাম্মদ শাহাদৎ হোসেন,মুহাম্মদ গিয়াস উদ্দিন,মুহাম্মদ রিদোয়ান,মুঃ জিয়াউল হক,মুঃরাসেল,মুহাম্মদ তাজু,মুঃহাসান,মুহাম্মদ জুয়েল,মাওলানা এয়ার মোহাম্মদ।স্থানিয় খাজা গরিবে নেওয়াজ স্মৃতি সংসদ,আলাহযরত স্মৃতি সংসদ,ছিদ্দিকে আকবর স্মৃতি সংসদ,ইমাম আযম স্মৃতি সংসদ,রুস্তম শাহ স্মৃতি সংসদ,হাফেজ বজলুর রহমান স্মৃতি সংসদ,নাসির শাহ স্মৃতি সংসদ,ইমাম হোসেন স্মৃতি সংসদ,ফারুকে আযম স্মৃতি সংসদ,সমাজ কল্যান সংসদের সদস্যগন জুলছ রেলিতে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন ও সহযোগীতা করেন।পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করা হয়।