‘যত আঞ্চলিক ভাষা আছে সব নিয়েই তো বাংলা ভাষা। এখন আমরা সেগুলোকে অবজ্ঞা করছি। চাষাভুষার ভাষা হিসেবে দূরে ঠেলে দিচ্ছি। মনে করছি বাচ্চাদের আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য প্রমিত বাংলা শেখালেই হবে। কিন্তু আঞ্চলিক ভাষার প্রতি অবজ্ঞা সমাজে নানা অসংগতি তৈরি করছে।’
একুশে বইমেলায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও গান নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবুল কাসেম।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও গবেষক নাসির উদ্দিন হায়দার বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করতে হলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও গানের চর্চা বাড়াতে হবে। এ ভাষা হারিয়ে গেলে চট্টগ্রামের হাজার বছরের সংস্কৃতি হুমকির মুখে পড়বে।
আলোচনা শেষে গান করেন শিল্পী সঞ্জিত আচার্য, কল্যাণী ঘোষ, গীতা আচার্য, শহিদ ফারুকী ও মণি সেন প্রমুখ।