বিপিএসইউএফ এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (দ.) কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বাংলাদেশ পাবলিক স্কলার্স ইউনাইটেড ফ্রন্ট (বিপিএসইউএফ) এর উদ্যোগে ২৫ অক্টোবর বিকাল ৫ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জামে মসজিদ পূর্ব গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এসে নেজামে ইসলামী পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি ক্বারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হারুন ইজাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ স›দ্বীপী, মাওলানা মুছা, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা ফয়সাল, মাওলানা ইকবাল খলিল, সাংবাদিক আলী হাসান, মাওলানা নোমান শিবলী, মাওলানা আবু ছালেক, ছাত্র নেতা মামুন স্বাদ, ওয়াহিদুল আলম, ছাত্রনেতা সাজেদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় ফ্রান্সের পণ্য সামগ্রী বর্জন করার আহŸান জানান। এবং সরকারকে অবিলম্বে এই বিষয়ে কড়া প্রতিবাদ করার আহŸান জানান। সভায় ফ্রান্সের পতাকায় আগুন দিয়ে প্রতিবাদ করা হয় এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর কুশপুস্তলিকা দাহ করা হয়। অবিলম্বে ফ্রান্সের বন্ধকৃত মসজিদগুলোকে খুলে দেওয়ার আহŸান জানান। এবং মহানবী (দ.) কে নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।