নবী মুহাম্মদ (সাঃ)’কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে আস্তানায়ে জহির ভান্ডারের তীব্র নিন্দা

ফান্সের শার্লি হ্যাবদো পত্রিকায় বিশ্বমানবতার শান্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াস্হ ‘আস্তানায়ে জহির ভান্ডার এর সাজ্জাদানশীন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি।
রোববার ২৫ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদে লিপিতে তিনি বলেন শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। আর বিশ্বমাতার মুক্তির কান্ডারী রহমাতুল্লিল আলামিন এই ধর্মের কান্ডারী। যার রহমতের কুদরত থেকে কোন বিধর্মী বঞ্চিত হননি আর সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করার দৃষ্টতা ও স্পর্দা কোন ভাবেই বিশ্বমুসলিম সমাজ মেনে নিবেনা। তাই যারা এই দৃষ্টতাপূর্ণ কাজটি করার সাহস দেখিয়েছে তাদের বিরুদ্ধে ফান্স দেশের সরকার দ্রুত ব্যবস্হা নেওয়া দরকার। নইলে বিশ্বমুসলিম জাহান বিশ্বব্যপী আন্দোলন জোড়দার করে জমমত গড়ে তুলতে বাধ্য হবে।