ভৈরবে আটককৃত মাদক বিক্রি, এক এসআইসহ ২ পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জের ভৈরবে আটককৃত মাদক বিক্রির অভিযোগে এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল মামুনসহ ২ পুলিশ সদস্যকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকার বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ স্বাক্ষরিত এক আদেশে ওই ২ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ কার্যালয়ে তলব করা হয়েছে।

একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বুধবার ভৈরব থানার এসআই দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে বাসে তল্লাশি করে মাদক (গাঁজা) আটক করে জব্দ না দেখিয়ে শহরের আমলা পাড়ায় আটককৃত মাদক বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি জেলা পুলিশ সুপার মাসুকুর রহমান খালেদ জানতে পেরে ২ জনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড ও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে তলব করে।

ভৈরব থানার ওসি মো. শাহিন ২ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে হওয়ার ক্লোজড বিষয়টি নিশ্চিত করেছেন।