গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে

আনোয়ারায় সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে গিয়ে মাহবুবের রহমান শামীম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, হামলা মামলা করে বিএনপি নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার মাধ্যমে এক দলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র কখনো সফল হবে না। যতবার হামলা করেছে বিএনপি ততই শক্তিশালী হয়েছে। আগামীতে সকল বাধা পেরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে আনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন তৌহিদুল আলমসহ নেতাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আহত নেতাকর্মীদের সাথে দেখা করে প্রত্যেকের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য এনামুল হক এনাম, লায়ন হেলাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মহসিন চৌধুরী রানা, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুবদল নেতা হামিদুর রহমান পেয়ারু প্রমুখ।