উপজেলা নির্বাচন : কাপ্তাইয়ে মনোনয়ন পত্র জমা দিলেন যারা

চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র জমা

কাপ্তাই
আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (১৮ জানুয়ারী) কাপ্তাই উপজেলা থেকে চেয়ারম্যান পদে একজন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন সহ মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের নিকট এই মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক মনোনয়ন পত্র জমা দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক মহকুমা আ’ লীগ সাধারণ সম্পাদক এম ইসমাইল ফরিদ, উপজেলা আ’ লীগ ক্রীড়া সম্পাদক বিপ্লব মারমা, উপজেলা আ’ লীগ সদস্য আকতার হোসেন মিলন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,চন্দ্রঘোনা ইউনিয়ন আ’ লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ নুর উদ্দিন সুমন,সাধারণ সম্পাদক এ আর লিমনসহ আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। চেয়ারম্যান পদে শেষদিন নির্ধারীত (বিকেল ৫টা পর্যন্ত) সময়ের মধ্যে এ উপজেলা থেকে আর কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোঃ আলম ও অংহ্লা চিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,উপজেলা মহিলা লীগ আহবায়ক মনোয়ারা জাহান, উপজেলা আ’ লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা যুবলীগ সদস্য ফারহানা আহমেদ পপি,উমেচিং মারমা মনোনয়ন পত্র জমা দেয়।