হালদা নদীতে অভিযান দু হাজার মিটার জাল উদ্বার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার করার সময়ে ১৯ অক্টোবর বিকালে হালদা নদীর রাউজান উপজেলা সর্তার ঘাট থেকে হালদা নদীর মোহনা নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন পর্যন্ত রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়া নৌপুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুহাজার মিটার ঘের জাল নদী থেকে উদ্বার করে। বিকাল থেকে স›দ্ব্যা পর্যন্ত সময়ে অভিযান চলাকালে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভুইয়ার সাথে আরো উপ¯ি’ত ছিলেন রাউজান উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর, আইডিএফ এর রাউজান শাখার সভাপতি রোসাঙ্গির আলম । রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্রাহ আল মাহমুদ ভুইয়া বলেন, প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডলফিন, মা মাছের প্রজনন জৈব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয় ।