মুরাদপুরে অধিগ্রহণ বর্হিভুত ভবন উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নগরীর মুরাদপুর এলাকায় অধিগ্রহন বর্হিভুত ভবন উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় ভবন মালিক ও ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। শনিবার (১৭ অক্টোবর) মুরাদপুর-বহদ্দারহাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা এ সময় বলেন- উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম বর্হিভুতভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের ব্যক্তি মালিকানাধীন ভবন ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে।
কোন ধরনের পূর্ব নোটিশ না দিয়েই তারা অনেকটা ক্ষমতার অপব্যবহার করে এ উচ্ছেদ চালাচ্ছে বলে অভিযোগ ভবন মালিকদের।
তাদের দাবী- সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ওয়েল ফুডের শো’রুম রক্ষার জন্যই এ ধরনের উচ্ছেদ অভিযানের ফলে পথে বসেছে কয়েকশো ব্যবসায়ী।
স্থানীয় ভবন মালিক এডভোকেট এস এম তছলিম উদ্দিন বলেন- সিডিএ বিএস রেকর্ড মতে হুমুক দখল বর্হিভুত ৭ ফুট জায়গা তাদের দখলে নিয়ে যাচ্ছে। এ জন্য অধিগ্রহনের বাইরে থাকা ভবনগুলো ভাঙ্গা শুরু করেছে। এ বিষয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জেলা প্রশাসক’কে লিখিত আপত্তি জানালেও তা কোন প্রকার আমলে নিচ্ছেনা।
ভবন মালিক সামশুল ইসলাম বলেন- আমরা এর আগেও ১৮৫/১৯৬২-৬৩ মুলে সিডিএকে জমি দিয়েছিলাম। সে জমি সিডিএর নামে বিএস রেকর্ডও হয়েছে। কিন্তু বর্তমানে প্রকল্প বাস্তবায়নের নামে কোন ধরনের নোটিশ এবং পরিমাপ ছাড়াই সিডিএ আমাদের ব্যক্তিগত ভবন ভাঙ্গা শুরু করেছে।
স্থানীয় ব্যবসায়ী হাসান বলেন- সরকারী নিয়ম অনুযায়ী কোন ভুমি অধিগ্রহন করতে হলে ভুমি মালিককে আগে নোটিশ দিতে হয়। কিন্তু সিডিএ কোন ধরনের নোটিশ ছাড়াই আমাদের উচ্ছেদে নেমে পড়েছে। এখন আমরা কয়েকশত ব্যবসায়ী পথে বসেছি।
ক্ষতিগ্রস্থ ভবন মালিক ও ব্যবসায়ীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেন। এসময় ভবন মালিকদের পক্ষে এডভোকেট এস এম তছলিম উদ্দিন, যুবলীগ নেতা মো. ইদ্রিস, কে এম আলী আকবর, মো. ইয়াছিন, মো. সামশুল ইসলাম, হাজী ওসমান গনি, জাহাঙ্গীর আলম, মো. মুসা, মো. হাসান, এনামুল হক, নেজাম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।