আহলে বায়তে রাসূল (দ.) এর অনুসরণ করতে হবে

ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের কারবালা মাহফিলে বক্তারা

আহলে বায়তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শহীদে মিল্লাত শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মরণে ১৪তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া চত্বরে পীরে তরিকত আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হুজ্জাজ আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকি (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান মাওলানা ড. এস.এম. বোরহান উদ্দিন। আলোচক ছিলেন মাওলানা হাসান রেজা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ উল্লাহ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস.এম. বয়ান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব এস.এম. রিদুওয়ান, আলহাজ্ব মহিউদ্দিন জহুর, আলহাজ্ব সাইফুদ্দীন জহুর, হাজী আইয়ুব, ফিরোজ আলম, আব্দুল করিম, ইয়াছিন আনসারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার আলী, তারেক রেজা, নাজমুল হক আশিক, ওমর ফারুক, মুহাম্মদ মারুপ, মোঃ মুন্না, মোঃ সাজ্জাদ, মোঃ সাকিব, মোঃ ফোরকান, মুহাম্মদ ইমরান, আবুল হাশেম, এস.এম. এমরান, মোজাম্মেল, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের সঠিক আদর্শ, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করলে সমাজ হতে সকল অন্যায় দূর হবে। বক্তারা বলেন, পবিত্র কোরআন অনুসরণ ও আহলে বায়াতে রাসূল (দ.) এর মহব্বত করলে সৎ ও ইমানী জিন্দেগী অর্জন করা সম্ভব। ইসলামের সঠিক অনুশাসন না থাকায় কিছু মানুষ অনেকটা পশুর মত আচরণ করছে। হত্যা, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে। বক্তারা সত্যিকার দিন মাজহাব ভিত্তিক ইসলামী জিন্দেগী গঠনে কোরআন শিক্ষা ও আহলে বায়াতে রাসূল (দ.) অনুসরণ করতে হবে বলে উল্লেখ করেন। শেষে শহীদে মিল্লাত আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘটে।