আমাদের সচেতনতা জরুরি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, আমাদের সচেতনতা জরুরি। আমরা প্রথম শিখি পরিবার থেকে।
পরিবার থেকে সন্তানকে সুশিক্ষা, সুশাসন দিতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনি যতই আইনের কথা বলেন, পরিবারের ভূমিকাই কিন্তু মুখ্য।

তিনি বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এটি একটি ক্রিমিনাল অফেন্স। একজন বিকৃত মস্তিষ্কের মানুষের কাজ এটি। নিকৃষ্ট শ্রেণির মানুষের কাজ।

শনিবার (১৭ অক্টোবর) মিরসরাই থানাধীন নিজামপুর কলেজ মাঠে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ১৫-১৬ বছর বয়সী ছেলে-মেয়েরা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে। কিছুদিন প্রেমের পর তারা শারীরিক সম্পর্কে জড়াচ্ছে। এরপর একটা সময় যখন ওই ছেলে সম্পর্কে অনীহা প্রকাশ করে তখন এটি প্রকাশ পায়। ধর্ষণের মামলা হয়। এটি এন্টি সোশ্যাল কর্মকাণ্ড। এর শিক্ষা পরিবার থেকেই দিতে হবে। পরিবারকে খোঁজ রাখতে হবে।

তিনি বলেন, আপনার সন্তান মাদকাসক্ত কী না সেটা আপনাকে খোঁজ রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মেশে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কি আদৌ তা করি? কিন্তু আমাদের তা করতে হবে।

অনুষ্ঠানে মিরসরাইয়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার ১৬ থানার ২৩১ বিটে একযোগে অনুষ্ঠিত হচ্ছে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ।