হযরত মনছুর আলী শাহ্ (রহ.) মাজার ভাঙ্গার প্রতিবাদ

চট্টগ্রাম সাগরিকা পোর্ট কানেক্টিং রোডস্থ হযরত শাহসুফী সৈয়দ মনছুর আলী শাহ্ (রহ.)’র মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দুঃখজনক। এই উপমহাদেশে সুফিগণ বিভিন্ন দূর-দূরান্ত থেকে ইসলাম প্রচার করার লক্ষ্যে এ দেশে এসেছেন। রাস্তা প্রসস্ত করার নামে শতবছরের প্রাচীন এই মাজার শরীফ ভাঙ্গার দৃশ্য দেখে চট্টলার সুন্নীজতা বিস্মৃত। আল্লাহর অলিদের সাথে বেয়াদবীর শাস্তি খুবই ভয়ংকর। সুন্নী জনতা মাজার ভাঙ্গা বরদাশ্ত করবেনা। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাজারটি পুনঃ নির্মাণ করার জোরদাবী জানান। অন্যতায় কঠোর আন্দোলন। গত ১৪ অক্টোবর বুধবার বিকাল ৫টায় সাগরিকা রোডস্থ মাজার সংলগ্ন রাস্তায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত পাহাড়তলীর উদ্যোগে মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম হযরত সৈয়্যদ মনছুর আলী শাহ্ (রহ.)’র মাজার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত পাহাড়তলী থানা শাখার সদস্য সচিব মুহাম্মদ হারুনুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ সিরাজুল ইসলাম, হযরত মনছুর আলী শাহ্ (রহ.) মাজারের মতোয়াল্লী মজিবুর রহমান, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, ইসলামী ফ্রন্ট ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক কে.এম নুরুদ্দীন চৌধুরী, মোহাম্মদ রিয়াজ হোসাইন, সর্দার নুরুল ইসলাম, মুহাম্মদ বখতিয়ার, কামাল উদ্দিন মজু, মোহাম্মদ মহিউদ্দীন, ছাত্রনেতা আরফাত হোসেন, শায়ের ওসমান, মোহাম্মদ কিবরিয়া সহ আহলে সুন্নাত ওয়াল জমা’আত, গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।