পুলিশের সাথে রাউজান পূজাঁ উদযাপন পরিষদের মতবিনিময়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান থানার পুলিশের সাথে রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃ›েদ্বর সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাউজান থানার মাঠে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি রাউজান – রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতির কারনে স্বাস্থ্যবিধি মেনে পুজাঁ উদযাপন করতে হবে । পুজার অনুষ্টানে কোন ধরনের জমায়েত করা যাবেনা, কোন ধরনের শোভাযাত্রা করা যাবেনা । রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাউজান থানার ওসি তদন্ত নুর হোসেন মামুন, রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সহ সভাপতি ডাঃ সুজিত দত্ত, প্রদীপ শীল, দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, রাউজান উপজেলা জম্মষ্টমী পরিষদের সভাপতি চন্দন বিশ^াস, রুবেল বৈদ্য, উজ্জল দাশ গুপ্ত, মেম্বার মিটু শীল প্রমুখ। রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২শত ৩২টি পুঁজা মন্ডপে এবার সনাতন ধমীয় অনুসারীদের শারদীয় দুর্গোৎসব আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে ।