মির্জাপুর ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ

হাটহাজারী প্রতিনিধি::

ত্রাণের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের বহিষ্কারাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ওই চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশ ওপর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে পুনরায় চেয়ারম্যানের কাজ শুরু করেছিলেন তিনি। বহিষ্কৃত

চেয়ারম্যান নুরুল আবছার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করতে পারবো না। আদেশের খবর জানতে পেরে গত ৮ তারিখ থেকে আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে বিরত রয়েছি।
তবে আমার প্রতি ষড়যন্ত্রকারীরা কখনো বিজয়ী হবে না। উল্লেখ্য, করোনাকালীন সময়ে ত্রাণের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার কে স্বীয় পদ থেকে জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী গত ১২ই এপ্রিল বহিষ্কার করা হয়েছিল।