আনোয়ারার ২ মিল মালিককে জরিমানা

রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় আনোয়ারার ২ মিল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়।

তিনি বলেন, রুস্তম হাটের দুই রাইস মিল মালিক আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন। এই কারণে তাদের ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।