তিন দফা দাবিতে চবি অফিসারদের কলম বিরতি

প্রশাসক পদ বাতিল, অফিসারের পদে থাকা শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কলম বিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) কলম বিরতি পালন করা হয়।

অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী বলেন, দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছি। ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, পূর্ণদিবস কর্মবিরতি পালন করার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেবে।

গত ৮ অক্টোবর তিন দফা দাবিতে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘন্টা করে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে চবি অফিসার সমিতি।