শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ পদক্ষেপ নেবে

বৈশ্বিক মহামারী করোনায় বিরাজমান পরিস্থিতিতে অনুষ্ঠেয় শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরায়ত ঐতিহ্য উল্লেখ করে ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, সবার স্বাধীন ধর্মচর্চার নিশ্চিয়তা বিধানে সরকার বদ্ধপরিকর। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে এটি বাঙালির অন্যতম জাতীয় উৎসবে রূপ লাভ করেছে। করোনা পরিস্থিতিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানমালাসহ বিভিন্ন বড় বড় ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে সম্পন্ন হচ্ছে তাই স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে মাঙ্গলিক অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করা এবং জনসমাগম পরিহার করা জরুরি।

এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপে পর্যাপ্ত আলো-বাতাসের জন্য খোলামেলা রাখা, আতশবাজি পোড়ানো পরিহার, জনসমাগম এড়াতে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি, সমাবেশ ও শোভাযাত্রা ইত্যাদি পরিহার করা, পূজামণ্ডপে ঢোকার সময় পূজার্থী ও দর্শনার্থীদের মুখে বাধ্যতামূলক মাস্ক পরা, মণ্ডপের প্রবেশমুখে জীবাণুনাশক স্প্রে ব্যবহার অথবা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়াতে অল্প সংখ্যক পূজার্থীকে দফায় দফায় অঞ্জলি দান অথবা ভার্চুয়্যালি অঞ্জলি প্রদানের ব্যবস্থা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। পূজা পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার পূজা মণ্ডপের সংখ্যা, পূজার প্রস্তুতি এবং ১১ জেলার সভাপতি-সম্পাদকের তালিকা উপস্থাপন করেন শ্যামল কুমার পালিত।

মতবিনিময় সভায় এডিশনাল ডিআইজি মো. ইকবাল হোসেন, এডিশনাল ডিআইজি মো. জাকির হোসেন খান, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, এডিশনাল এসপি নিষ্কৃতি চাকমা, এএসপি মান্না দে উপস্থিত ছিলেন।