হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ অক্টোবর) রবিবার আসরের নামাজের পর আল্লামা আজিজুল হক (রহ) মাজার মসজিদে দোয়া মাহফিল সম্পন্ন হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোরশেদুল আলম চৌধুরী, সুলতানুল আলম চৌধুরী, কাজী নাসির আনোয়ার হোসেন, হাসান শহীদ চৌধুরী মিলন, শফিকুল আলম হেলাল, দেলোয়ার হোসেন মিন্টু, আলী আবরার দুলাল, মোঃ হারুন অর রশীদ, মোঃ সোলাইমান, ডাঃ নুরুল আলম, কাজী আলমগীর, মোঃ ইসমাইল, মসিউর রহমান, দীল মোহাম্মদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক কলেজ বিষয়ক সম্পাদক তরিকুল কালাম তুহিন, সাবেক বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, সাইদুল হক খোকন, নাসির উদ্দিন প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে মিলাদ কেয়াম শেষে,মহান রবের দরবারে করোনা আক্রান্ত সাংসদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন ও অসুস্থ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমানের রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।