একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চান্দগাঁও, চট্টগ্রামের দ্বি-বার্ষিক সম্মেলন (শুক্রবার) ১৫ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় বহদ্দারহাটস্থ বাড়ইপাড়ার সম্মুখে আহম্মদ ভিলার ৩য় তলায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, চট্টগ্রাম ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং জেলা নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সম্মেলনের উদ্বোধন করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এম. রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জননেতা নোমান আল মাহমুদ, চসিকের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম। প্রধান বক্তা থাকবেন নির্মূল কমিটির কেন্দ্রীয় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। নির্মূল কমিটি চান্দগাঁও, চট্টগ্রামের আহ্বায়ক মো. ফয়সাল চৌধুরী সভাপতিত্বে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সদস্য সচিব মনিরুল ইসলাম সৌরভ অনুরোধ জানিয়েছেন।
বাড়ি প্রতিষ্ঠান ও সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি চান্দগাঁও থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার