বিজ্ঞাপনে জান্নাতুল ফেরদৌসী ঐশী

পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা বিশে জায়গা করে নেন তিনি। এরপর চারদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। গতকাল একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন এই তারকা। এটি নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। তিনি বলেন, গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন ঐশী। বেশ ভালোভাবেই কাজটি করছেন তিনি। এদিকে ঐশী জানান, মোহাম্মদপুরের বিভিন্ন লোকেশনে এর কাজ হয়েছে।

এ কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী।