তাসকিন রহমান ও নায়লা নাঈম। দু’জন দুই ভুবনের মানুষ। একজন বড় পর্দায় ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বাজিমাত করেছেন। এরপর অভিনয় করেছেন আরও একাধিক সিনেমায়। অন্যজন ছোট পর্দায় বেশ পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ জনপ্রিয়।
এবার পরিচিত এই দুই মুখ জুটি বাঁধলেন। তবে কোনো নাটক বা সিনেমায় নয়, তাসকিন ও নায়লা নাঈমকে একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল ‘পিউলি’র এই বিজ্ঞাপন পরিচালনা করবেন রেদওয়ানুর রহমান রিয়াদ।
তাসকিন ও নায়লা নাঈমকে জুটি করা প্রসঙ্গে নির্মাতা রিয়াদ বলেন, বিজ্ঞাপনটি সিনেমাটিক স্টাইলে হবে যার জন্য আমাদেরকে দেশের শীর্ষ স্থানীয় মডেলকে বেছে নিতে হয়েছে। যেহেতু পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল যেহেতু একটি স্পর্শকাতর পণ্য তাই এর সবদিক বিবেচনা করে সর্বোচ্চটাই আমরা আমাদের বিজ্ঞাপনে ফুটিয়ে তুলবো।
নির্মাতা সূত্রে জানা গেছে- ১২ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। শুটিং ও সম্পাদনা শেষে বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার শুরু হবে।