সাংবাদিক রাজি’র অবিলম্বে মুক্তি দাবি সিপিজের

পাকিস্তানে আটক সাংবাদিক রিজওয়ানুর রেহমান রাজি’র অবিলম্বে মুক্তি ও তার বিরুদ্ধে আনীত সব আইনি প্রক্রিয়া প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বেসরকারি টেলিভিশন চ্যানেল দীন নিউজের উপস্থাপক রাজি। তাকে শনিবার লাহোর থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। সিপিজের এশিয়া প্রোগ্রাম বিষয়ক সমন্বয়কারী স্টিভেন বাটলার এক রিপোর্টে বলেছেন, মত প্রকাশ, এমনকি সমালোচনামূলক মত প্রকাশ হলেও তা অপরাধ হিসেবে দেখা উচিত নয় পাকিস্তান বা অন্য কোথাও। পাকিস্তানের সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি গ্যারান্টি রয়েছে। তাই রিজওয়ান রাজি’কে অবিলম্বে মুক্তি দেয়ার মাধ্যমেই শুধু এক্ষেত্রে ন্যায়বিচার করা যেতে পারে।

উল্লেখ্য, রিজওয়ান রাজি পাকিস্তানে ‘রাজি দাদা’ নামেও পরিচিত। তাকে শনিবার সকাল সাড়ে দশটায় নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তা ছেলে ওসামা রাজি।