বড় পরিসরে প্রাণের বই মেলা এবার চট্টগ্রামে। সম্মিলিত বইমেলা চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষা ছিল বলে মন্তব্য করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের বইমেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, এবার ৮০ হাজার ৩০০ বর্গফুট জুড়ে অমর একুশে বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের ১১০টি স্টল থাকবে। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৯টা মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বইমেলার আহ্বায়ক নাজমুল হক ডিউক, ওয়ার্ড কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আহ্বায়ক শাহ আলম নিপু, বলাকা প্রকাশনের প্রকাশক জামাল উদ্দিন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।