‘রুচিশীল অনুষ্ঠান বিনির্মাণে সিটিভি’র বাজেট বৃদ্ধিতে সহযোগিতা করা হবে’

বৃহষ্পতিবার বিকেলে চসিক কনফারেন্স হলে চট্টগ্রাম বেতার টিভি ও মঞ্চ শিল্পীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে শিল্পীরা বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন সমস্যার কথা মেয়র বরাবরের তুলে ধরেন। শিল্পীদের উত্থাপিত বক্তব্যগুলো শ্রবন করে সুন্দর,রুচিশীল ও মানসম্পন্ন অনুষ্ঠান বিনির্মাণে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বাজেট বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন চট্টগ্রামের কৃষ্টি-সংস্কৃতির ধারক বাহক এই শিল্পীরা। চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি তাদের শিল্প কর্ম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে। প্রাচীন কাল থেকে সাংস্কৃতিক কর্মকান্ড চট্টগ্রাম থেকে এগিয়েছে। সংস্কৃতি কর্মীরাই দেশের রাজনৈতিক সংকট ও রাজনৈতিক আন্দোলনে সহযোগি শক্তি হিসেবে কাজ করেছে। তাদের অবমূল্যায়ন করে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে সুর সঙ্গীত অনুষ্ঠান প্রচারিত হওয়া কারো কাম্য নয়। তাই তিনি চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীদের অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন। এই প্রসঙ্গে মেয়র বলেন চট্টগ্রাম টেলিভিশনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। যাতে চট্টগ্রামের স্থানীয় বিটিভির তালিকা ভুক্ত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালকের মাধ্যমে সুচারু রূপে নিয়মিতভাবে অনুষ্ঠান ধারন করার উপর গুরুত্বারোপ করেন মেয়র। এ থেকে চট্টগ্রামের নিয়মিত শিল্পীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য মেয়র বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে পরামর্শ এবং শিল্পী,কলা-কৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে টেলিভিশন কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহবান জানান। এসময় বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টচার্য, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি শেখ শহীদুল আনোয়ার, সাধারন সম্পাদক আলাউদ্দিন তাহের, সুরকার ও সঙ্গীত পরিচালক কায়সারুল আলম, নজরুল শিল্পী সংস্থার সভাপতি মৃণাল ভট্টচার্য, সুরকার ও সঙ্গীত পরিচালক সাইফুদ্দিন মাহমুদ খান, রবীন্দ্র সংগিত শিল্পী সংষ্থার সাধারন সম্পাদক সহিদুর রহমান, স্বাধীন বাংলার সংবাদ সৈনিক সুজিত রায়, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারন সম্পাদক এড.কামরুল আজম চৌধুরী টিপু, তাপস বড়–য়া, সুব্রত দাশ অনুজ, তাপস চৌধুরী, সত্যজিৎ দাশ, শিলা চৌধুরী, ইকবাল পিন্টু, কল্পতরু ভট্টচার্য, এড. মো. কায়ছার উদ্দিন, অজয় চক্রবর্তী. সৈয়দ মোসলেহ উদ্দিন মানিক, নাদিরা পারভীন পারুল, নুসরাত ইয়াছমিন, শাহীন রহমান, শুভ্রা দাশ, প্রেম সুন্দর বৈষ্ণব, জুলেখা জুলি, নারায়ন দাশ, কাজল দত্ত, কান্তা দে, মাহবুবুর রহমান, হোসাইন শরীফ, রূপা রোজারিন, অনুরিনা চৌধুরী, প্রদীপ দাশ,রিম্পা দাশ, কমল দত্ত, শ্যামলী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।