নগরীর ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৫ লাখ ৩০ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়াবে চসিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮ কেন্দ্রে ৫ লাখ ৩০ হাজার শিশুকে শনিবার (৯ ফেব্রুয়ারি) ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

৬ থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের (১ লাখ ইউনিট) ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ ইউনিট) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সিটি করপোরেশন দাতব্য চিকিৎসালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কর্মসূচি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চসিকের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক।

এ সময় উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত বড়ুয়া, চিকিৎসক আরফি আসিফ খান, ইমাম হোসেন রানা, তপন কুমার চক্রবর্তী, রফিকুল ইসলাম, মো. হাসান মুরাদ, মুক্তা খানম, সরওয়ার আলম, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম প্রমুখ।