মেয়রের সাথে সাক্ষাত করলেন সম্পান-টেম্পু মালিক সমিতি

চট্টগ্রাম ইছানগর বাংলা বাজার ঘাট সম্পান টেম্পু মালিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। গত ২৬ শে জানুয়ারি চট্টগ্রাম ইছানগর বাংলা বাজার ঘাট সম্পান টেম্পু মালিক সমিতির নির্বাচনে সভাপতি মোহাম্মদ লোকমান ও সাধারন সম্পাদক মেহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে পূর্ণ প্যানেল বিজয়ী হয়। আজ বুধবার বিকেলে সিটি আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর কার্যালয়ে নব নির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের কথা সিটি মেয়রকে অবহিত করে বলেন এর ফলে বাংলা বাজার সাম্পান ঘাট ভাঙ্গায় পড়বে। নদীর ওপারে শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ভারী শিল্প কারখানা রয়েছে। স্কুল-কলেজের পড়–য়া শিক্ষার্থী এবং সর্ব সাধারনের পারাপারে অসুবিধা হবে। এমতাবস্থায় উচ্ছেদ পরবর্তীতে বিকল্প ব্যবস্থা গ্রহনের জন্য তারা সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। মেয়র উচ্ছেদের পর সুবিধা জনক জায়গায় এ ঘাট নির্মাণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব শফর আলী,কাউন্সিলর আলহাজ্ব আবদুল কাদের, প্যানেল মেয়র ড.নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মো. আবদুর রহিম রাজু, মো. লোকমান, মো. মোরশেদ, মো. এরশাদ, মো. আবু, মো. বাপ্পি, মো. আজম, মো. ফয়সাল প্রমুখ।