কল্পলোকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিডিএ’র অভিযান

নিজস্ব প্রতিবেদক: বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫শ’ ভবনের মধ্যে ৪০টি’র নকশা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে নকশা বহির্ভূত নির্মাণাধীন একটি ভবনের কিছু অংশ ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি নিয়ম লঙ্ঘনের অভিযোগে বেশকিছু ভবন মালিককেও নোটিশ দেয়া হয়। অভিযানের সময় সিডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কল্পলোক আবাসিক এলাকায় ১ হাজার ৭শ’ প্লট রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম বলেন, চট্টগ্রামে অবৈধ কোনো নির্মাণ কাজ করতে দেয়া হবে না। সিডিএ চেয়ারম্যান তার উদ্যোগকে বাস্তবায়ন করতে আমাদের মাঠে নামিয়েছেন। সেই উদ্যোগ বাস্তবায়ন হবে। খুব শিগগিরই আমরা অভিযানে নামবো।

চট্টগ্রাম সিডিএ নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুর হাসান বলেন, রাস্তা নালা দখল করে অনেক গুলো স্থাপনা নির্মাণ করা হয়েছে, আমার সেই গুলো ভাঙার প্রক্রিয়া নিচ্ছি।