প্রভাবশালীর রাহু মুক্ত হলো বোয়ালিয়া খাল

    প্রভাবশালীর রাহু মুক্ত হলো গুমানমর্দ্দন ইউনিয়নের জোরার কূল বোয়ালিয়া সংযোগ খাল।

    গুমানমর্দ্দন ইউনিয়নের মাইজপাড়া এলাকায় বোয়ালিয়া খালে সংযোজন জোড়খালে প্রতিবন্ধতা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন স্থানীয় এক প্রভাবশালী। অনেকেই অভিযোগ করেছেন নিজ দখলে রেখে এ ব্যাক্তি অবৈধ ভাবে মাছ আহরণে লিপ্ত ছিলে। এতে মাছ-জীববৈচিত্র্য ও খালের প্রবাহ মারাত্নক ভাবে বিঘ্ন ঘঠে। আজ (বুধবার) সকালে হাটহাজারীর ইউএনওর নেতৃত্বে স্থাপনা উচ্ছেদ করে ঘটনাস্থলেই তা জ্বালিয়ে দেয়া হয়। খালের স্বাভাবিক গতি ঠিক করে দেয়া হয়।

    হাটহাজারীর ইউএনও রুহুল আমিন প্রিয় চট্টগ্রামকে বলেন গুমানমর্দ্দন ইউনিয়নের মাইজপাড়া এলাকায় বোয়ালিয়া খালে সংযোজন জোড়খালে প্রতিবন্ধতা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন স্থানীয় এক লোক।আজ স্থাপনা উচ্ছেদ করে ঘটনাস্থলেই জ্বালিয়ে দেয়া হয়।খালের স্বাভাবিক গতি ঠিক করে দেয়া হয়েছে।