নিজস্ব প্রতিবেদক: তথ্য গোপন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ায় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক পদ থেকে স্থায়ী বহিষ্কার করেছে নুরুল আবসারকে। সে চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪১ নং দক্ষিণ পতেঙ্গা নাগর আলীর নতুন বাড়ির (দক্ষিণ কোনা)বদিউল আলমের পুত্র। গত ৩১ জানুয়ারী আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান গোলাম মওলা নকশেবন্দী সাক্ষরিত এক চিঠিতে তা নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, মাদক ব্যবসা ও তথ্য গোপন করাসহ নানা বিষয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় নুরুল আবসারকে বহিষ্কার করা হয়েছে। নুরুল আবসার নিজেকে পতেঙ্গা থানা বাস্তুহারালীগের সভাপতি হিসাবে দাবি করলেও কখনো মূল সংগঠনের কোন পদে তিনি ছিলেন না। গত ২০১৬ সালের ১৬ মার্চ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী এক প্রত্যয়ন পত্রে ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক হিসাবে ঘোষণা করেন।