বিএনপির প্রতিনিধি দল আজ চট্টগ্রামে আসছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার রাতে চট্টগ্রামে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা চট্টগ্রামের ১৬ আসনের বিএনপি প্রার্থী ও কর্মীদের সাথে মতবিনিময় করতে আসছেন তারা। আগামীকাল বুধবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। মঙ্গলবার রাতে তিনি ও বিএনপির অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে আসবেন। নগর, উত্তর ও দড়্গিণ জেলা শাখার প্রার্থী ও কর্মীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করবেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমদিন বুধবার মতবিনিময় হবে নগরীর চার আসনের প্রার্থী ও কর্মীদের সাথে। এরপর দিন হবে উত্তর ও দড়্গিণ জেলার প্রার্থীদের সাথে। নগরীর চারটি আসনের বিএনপি প্রার্থী ও দলীয় দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভায় উপসি’ত থাকতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সদ্য কারামুক্ত কোতোয়ালী আসনের বিএনপি প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এই সভায় অংশ নিচ্ছেন না। কারণ তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন।
মতবিনিময় সভায় আলোচনার বিষয় কি থাকবে? জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘নির্বাচনী সহিংসতায় হামলা ও মামলার শিকার দলীয় নেতাকর্মীদের মতামত নেওয়া হবে। মূলত নির্বাচনের প্রেড়্গাপট নিয়ে মতবিনিময় সভা হবে।’

নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান জানান, ‘সভাপতি দায়িত্ব দিয়ে গেছেন। নগরীর চারটি আসনের প্রার্থী ও দলের দায়িত্বশীল নেতাদের মতবিনিময় সভায় উপসি’ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে নির্বাচনের পর বুধবার নগরীতে বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে প্রকাশ্যে মাঠে নামছেন। একদিকে মতবিনিময় সভা, অপরদিকে তাদের কেন্দ্রঘোষিত কালো পতাকা মিছিল রয়েছে।