‘সামাজিক সমস্যা নিরসন ও উন্নয়ন কর্মকান্ডে সমাজ কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, পাড়া ও মহল্লা ভিত্তিক সামাজিক সমস্যা নিরসনের পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডে সমাজ কল্যাণ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকা কে অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকার তরুণ ও যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব সমাজের সকলকে নিতে হবে। আকবর শাহ্ (রাঃ) আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল আজিজ। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ মীর আহম্মেদ ও শাহ মোহাম্মদ ইমরান। নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা, ৭০ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ তাছারুল হায়াতা তালিম, সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মাঈনুদ্দিন ভূঁইয়া, বিনা প্রতিদ্বন্দীতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, ৫০ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে মোঃ আবদুর নূর, বিনা প্রতিদ্বন্ধীতায় দপ্তর সম্পাদক পদে এএম রেজাউল করিম আবু, প্রচার সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য পদে মোঃ কামাল উদ্দিন ও শেখ ফরিদুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম ফলাফল ঘোষণা করেন। এসময় নতুন কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, আকবর শাহ্ (রাঃ) আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতি শুধু মালিকদের স্বার্থ, অধিকার সংরক্ষণ করলে এ সংগঠনের দায়িত্ব শেষ হবে না। সমাজ হতে সকল অপরাজনীতি মুক্ত সমাজ গড়তে নেতৃবৃন্দকে সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মকান্ড পরিচালনা করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন, সমাজসেবক আওয়ামীলীগ নেতা মোঃ সাহাব উদ্দিন আরঙ্গজেব আঙ্গুর, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর কবির নয়ন, বাদশা সেলিম, কাজী মোঃ সেলিম, সোলতান মাহমুদ লিটু, মোঃ কামাল উদ্দিন, আওয়ামী যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু নোমান নাহিদ প্রমুখ।