১৪৪১ হিজরির হজীরা স্মার্ট ব্রেসলেট প্রযুক্তির আওতায়

#১৪৪১হিজরীর_হজ্ব: এ অংশগ্রহনকারীদের জন্য #স্মার্ট_ব্রেসলেট চালু —
হজ ১৪৪১ হিজরিতে হজ মন্ত্রনালয় হজ্জের সময় গতিবিধি পর্যবেক্ষণ ও সুবিধাদি প্রাপ্যতা নিশ্চিত করার জন্য হাজীদের স্মার্ট ব্রেসলেট প্রদান।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালন করবে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী ও সৌদি নাগরিক। তবে এ বছর শুধু ১০ হাজার মানুষ হজ পালন করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৭০ শতাংশ দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিক ও ৩০ শতাংশ সৌদি নাগরিক। আসন্ন হজে এবার প্রত্যেক হজযাত্রীকে দেওয়া হয় স্মাট ব্রেসলেট
এবার হজে অনুমতিপত্রপ্রাপ্ত হজযাত্রী ছাড়া অন্য কেউ হজের পবিত্র স্থানগুলো যেমন আরাফাত, মিনা ও ও আরাফাত ময়দানসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ আইন অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা অমান্য করলে ১০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ২ লাখ টাকা) জরিমানা গুনতে হবে। একই ভুল দ্বিতীয়বার করলে জরিমানাও দ্বিগুণ হবে।
চলতি বছর হজ পালনের জন্য অনুমতি পাওয়া ধর্মপ্রাণ মুসল্লিকে সৌদি সরকারের শিডিউল অনুযায়ী অনুমতিপত্র সঙ্গে নিয়ে হজের নিয়ম কানুন মেনেই পালন করতে হবে। হজের অনুমতি পাওয়া ১০ হাজার হজযাত্রীকে গ্রুপে গ্রুপে ভাগ করে শিডিউল অনুযায়ী হজের নিয়ম নীতিগুলো পালন করার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া হজের জন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব হাজির স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষাদ্রব্য দেবে হজ কর্তৃপক্ষ। এ ছাড়া সব হজযাত্রীর জন্য প্রতিটি পয়েন্টে জমজমের পানি হজ কর্তৃপক্ষ সরবরাহ করবে।
সৌদি গেজেট জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের ধরতে এবং যেকোনো ধরনের অবৈধ চেষ্টা প্রতিহত করতে পবিত্র স্থানগুলোতে যাওয়ার রাস্তায় নিরাপত্তারক্ষীরা পাহারায় থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
No photo description available.