চমেক’র তরুণ চিকিৎসক আকাশের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম মেডিকেল কলেজ’র তরুণ চিকিৎসক ডাঃ মোস্তফা মোর্শেদ আকাশের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিতুর রিমান্ড মঞ্জুর ও মামলার অন্যান্য আসামীসহ মিতুর পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে অদ্য ২ ফেব্রুয়ারি এক মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীবৃন্দ।

এতে একাত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ডাঃ আকাশের নিজ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি (চট্টগ্রাম-১৪)। তিনি তার বক্তব্য বলেন, আকাশ আমার এলাকার সন্তান, সে প্রতিভাবান তরুণ চিকিৎসক। ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচার করার জন্য প্রশাসনকে বিনীত অনুরোধ জানান। যাতে করে আর কোনো আকাশ কে যেন অকালে মৃত্যু বরণ করতে না হয়। এতে আকাশের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে তার ছোট ভাই ডাঃ মঞ্জুর মোর্শেদ অসিম তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মানববন্ধনে তৌহিদুল ইসলাম চৌধুরী জহির’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডাঃ আকাশের মামা আমির উদ্দিন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জায়েদ বিন কাশেম, ডাঃ ইমদাদ, বন্ধু ডাঃ মারুফ, সঞ্জয় সুব্র, তানভীর হোসেন তপু, আব্দুর রহিম শামিম, মোবারক, ডাঃ আকাশের শিক্ষার্থী মমো, পাপড়ি, তাসনিয়া ও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।