নিজস্ব প্রতিবেদক: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম. শাহাদাৎ হোসাইন তাসলিম বলেছেন, দালালদের কোন প্রকার টাকা দেয়া ছাড়ায় হাজীরা এখন নির্বিঘ্নে হজ করতে পারেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এখন থেকে হাজীদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কিন্তু আগে এটা নিয়ে হয়রানি পোহাতে হতো। হজযাত্রা সহজ থেকে সহজতর করতে হাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
হাব’র সদস্যদের সাথে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. শাহাদাৎ হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান অতিথি আরো বলেন, মন্ত্রণালয়ে হাজীদের ট্রলি ব্যাগের বিরুদ্ধে প্রথম চিঠি লিখেছি এবং এটার সফলতাও পেয়েছি।
তিনি বলেন, হাজীদের বিমান ভাড়া কমানোর ব্যাপারে অনেক বলেছি কিন্তু কাজ হয়নি এতোদিন। মন্ত্রীর সাথে কয়েকবার বৈঠকের পর নতুন ধর্ম প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন ১০ হাজার ১৯৮ টাকা কমানো হবে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম।