গাছ লাগান পরিবেশ বাঁচান এ স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের বৃক্ষ রোপনের কর্মসূচি হিসাবে আজ হাটহাজারী থানার অন্তগত ১২ নং চিকনডন্ডীর ৩ নং ওয়ার্ডের মেম্বার লিটন দাশের সহয়তায় বৃহত্তর পালপাড়া সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।রাস্তারপাশে ও বসত ভিটায় প্রায় ১০০ ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।ইউপি সদস্য লিটন দাশ বলেন প্রতিটি পাড়ায় গাছ বিতরণ করা হয়েছে। একটি গাছ কাটলে ১০ টি গাছ লাগাতে হবে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা একটি জরুরি বিষয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৃহত্তর পালপাড়া সমাজের সভাপতি লিটন পাল, সহ সভাপতি দিপংকর পাল টিংকু,সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুন পাল,সৃজন পাল সদস্য সাগর পাল বাবু,সজীব পাল,নয়ন সরকার প্রমূখ।