চট্টগ্রামে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নিউজডেস্ক: পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় রক্তদান কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নগরের বিভিন্ন এলাকায় এসব র‌্যালি বের করা হয়।

সকাল ১০টায় পাঁচলাইশ থানা প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

পরে সিএমপি কমিশনার পাঁচলাইশ থানা ও পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পাঁচলাইশ থানা থেকে শুরু হয়ে প্রবর্তক মোড় ঘুরে শেষ হয়।

র‌্যালিতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান ছাড়াও অংশ নেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরীসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী থানা প্রাঙ্গণ থেকে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কোতোয়ালী মোড়, জিপিও, নিউমার্কেট মোড়, আমতল মোড়, শহীদ মিনার গেইট, সিনেমা প্যালেস হয়ে লালদীঘির পাড় প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম বাপ্পিসহ অন্যরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় পতেঙ্গা থানা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে স্টিলমিল বাজার, কাটগড় ঘুরে ফের থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম, পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর মো. জয়নাল আবেদীন, পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হাসান, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক হালিমা বারেক, মাহবুবা আরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।