বোয়ালখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুল ফের আটক

বোয়ালখালী চট্টগ্রাম :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাট এলাকায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসী মো. বাবুল (৩৫) অস্ত্রসহ ফের আটক হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১১জুলাই) রাতে উপজেলার পূর্ব চরণদ্বীপে অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ধারালো বেশ কয়েকটি হাতিয়ার ও ৫৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। বাবুল স্থানীয় মোজাফফর আহম্মদের ছেলে।
এ ঘটনায় বাবুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এর আগে গত ২০১৭ সালের ২ অক্টোবর মসজিদঘাট এলাকায় এক হাতে পিস্তল, অন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে দিনভর প্রকাশ্যে মহড়া দেয় এবং কয়েক রাউণ্ড গুলি ছুঁড়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।
এরপর ওই বছরের ১০ অক্টোবর বাবুলকে নগরীর ষোলশহর থেকে বাবুলকে গ্রেফতার করে। তাঁর স্বীকারোক্তিতে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে মুরগির ঘরে রাখা বস্তা থেকে দুটি এলজি, তিনটি কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করেছিলো পুলিশ।