হালদায় অভিযানঃ ঘেরা জাল জব্দ

নিজস্ব সংবাদদাতাঃ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র্য রক্ষায় আজ (শুক্রবার) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে প্রায় ৫’শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
ঐদিন সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হালদা নদীর ছিপাতলী অংশে চোরা মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্ব এ অভিযানকালে প্রায় ৫’শ মিটার ঘেরা জাল জব্দ করেন । হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মা মাছ ও ডলফিন রক্ষার এই অভিযান অব্যাহত থাকবে।