উখিয়ার চাঞ্চল্যকর জহির হত্যাকান্ডের মূলহোতা রায়হান আটক 

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় দোকানদারকে মদের সাথে ব্যাটারীর পানি মিশিয়ে খাইয়ে দিয়ে পরিকল্পিভাবে হত্যার প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উখিয়ার রত্নাপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা করেন নিহতের পরিবার। যার মামলা নং -১৫।তারিখ ১৮/৬/২০২০।ধারা ৩০২/৩৪ দ:বি: এজাহার নামীয়  আসামী।
র‌্যাব সূত্রে জানা যায়  উখিয়ার রত্নাপালং এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট  স্থাপন করেন। উখিয়ার কুতুপালং বাজার থেকে কোটবাজার গামী একটি সিএনজি কে থামানোর জন্য সংকেত দেন। এসময় সিএনজি গাড়ীতে থাকা একজন দৌড়ে পালিয়ে যাওযার সময়  র‌্যাব তাকে ধাওয়া করে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে সে রায়হান বলে স্বীকার করে।তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তাঁর দুই সহযোগী মিলে জহির উদ্দীনকে পরিকল্পিত ভাবে হত্যা করেন।র‌্যাব আরো জানান তাঁর দুই সহযোগীকে আটক করতে অভিযান অব্যাহত আছে।
র‌্যাব-১৫ এর অধিনায়ক আজিম আহমেদ রায়হানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জি  বলেন, জহির হত্যাকান্ডের ঘটনায় মামলার আসামী  রায়হানকে র‌্যাব থানায় হস্তান্তর করেছেন।
উল্লেখ্য,গত ৩ জুন রত্নপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ এলাকায় মদের সাথে ব্যাটারির পানি যুক্ত করে জহিরকে খাইয়ে দেন রায়হানসহ কয়েকজন। এ ঘটনার ১৪ দিন পর হাসপাতালে জহিরের মৃত্যু ঘটে।