করোনাযুদ্ধে শহীদ বীরদের প্রতি শোকগাথা

ডাক্তার মোহিত কামাল এর ফেইসবুক থেকে…
ভোল পাল্টাতে থাকা মারাত্মক অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ করছে চিকিৎসক-সমাজ। পুরো বিশ্বকে পাল্টে দিয়েছে প্রাণঘাতি এ ক্ষুদ্রাতিক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর ভাইরাস। তবু মৃত্যুভয়ে দমে যায়নি ভয় জয় করা চিকিৎসকগণ। এর মধ্যে করোনা কেড়ে নিয়েছে দেশের প্রায় ৪০ জন মেধাবী চিকিৎসকের জীবন। একের পর এক অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তরুণ চিকিৎসকগণ জাতিকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে নিঃশেষে প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতেও চিকিৎসক-যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছেন। একাত্তরের অমিত-সাহসী বীরদের মতো তাঁরাও জাতীয় বীর।

জাতির বীর স্বাস্থ্যবন্ধুরা,
তোমাদের মহান কীর্তিগাথা ইতিহাসের স্বর্ণচূড়ায়
তুলে রাখব আমরা, সমগ্র জাতি। দেশবাসীর হৃদয়ের গহনে মানবিক উচ্চতার আসন তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। চিকিৎসক-সমাজের গৌরবের মশাল হয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও তোমরা আলো দেখাবে, তোমাদের আলোয় আলোকিত হয়ে পথ চলব আমরা। দূর করব ঘনীভূত অন্ধকার। আরও সাহসী ও মানবিক সেবার জন্য উদ্বুদ্ধ হব।করোনাকে প্রাণপণে মোকাবিলা করে পরাজিত করব, জাতিকে এ দূর্যোগ থেকে মুক্ত করব ইনশা আল্লাহ।

বিদায়ী বন্ধুরা,
তোমাদের শোকস্তব্ধ পরিবারের পাশেও রয়েছি আমরা, চিকিৎসক-সমাজ। তাঁদের অপূরণীয় ক্ষতি আর কষ্ট আমাদের বুকেও শূন্যতা জাগিয়ে তুলেছে। তাঁদের যন্ত্রণাময় অনুভবের মতো করে আমরাও অনুভব করছি দেশের শ্রেষ্ঠ সন্তান, তোমাদের। নিশ্চয়ই তাঁরা অসীম বেদনাময় এ শোক বহন করার পাশাপাশি তোমাদের নিয়ে একসময় গৌরববোধ করবে।
পরম দয়ালু সৃষ্টিকর্তা পরকালের আলোময় উজ্জ্বল আসন নিশ্চয়ই তোমাদের মতো পরহিতব্রতীদের জন্যই নির্ধারণ করে দিয়েছেন ।

করোনা- যুদ্ধের শহীদ, সামনের সারিতে লড়াই করা এমন অন্যান্য পেশাজীবীদের কীর্তিগাথাও আমরা স্মরণ করছি। তাঁদের পরিবারও যেন এ শোক বহন করার শক্তি লাভ করেন- মহান সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করছি।
কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশের সাড়ে সাত শ’র অধিক নাগরিক প্রাণ দিয়েছেন । তাঁদের আত্মার শান্তিও কামনা করছি । বিপুল সংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী এবং আপামর জনসাধারণ কোভিড-১৯ সংক্রমিত হয়ে জীবনের জন্য লড়াই করছে । তাঁদের আশু আরোগ্য কামনা করছি।

প্রিয় চিকিৎসক বন্ধুরা,
আসুন, আমরা আরও সাহসী হই। প্রয়াত বীরদের জন্য নিবেদিত শ্রদ্ধার্ঘ্য অন্তরে ধারণ করে, শোককে শক্তিতে পরিণত করি, যুদ্ধজয়ের নেতৃত্ব গ্রহণ করি, জনগণের পাশে থাকি।

আসুন, জাতির সেবায় নিজেদের উৎসর্গ করি।
করোনা-যুদ্ধে আমরা জয়ী হব- ইনশা আল্লাহ।

**+কয়েকজনের ছবি নেই এ গ্রুপ। আশা করি পরে যুক্ত হবে।

PC: Prof. Nasir Uddin Mahmud