‘নৌকার গণজোয়ার দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি’

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন অাওয়ামী লীগের উদ্যাগে অাওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহিনা অাকতার চৌধুরী সর্মথনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া উচ্চ বিদ্যালয় খেলা মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জালিয়া পালং ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম সৈয়দ অালম। প্রধান অতিথি অাবদুর রহমান বদি বলেছন,অাগামী ২৭ ডিসেম্বর কোট বাজার অাওয়ামী লীগের জন সভা বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। হাজার হাজার মানুষের প্রার্থনা নৌকা ছাড়া উপায় নাই,ইনশা অাল্লাহ নৌকা মার্কার জয় হবে। বিগত দশ বছর উখিয়া -টেকনাফের সংসদ সদস্য ছিলাম। বিএনপি -জামায়েত অন্যান্য পাটির নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয়নি। তিনি অারো বলেন সুষ্ঠু ভোটে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।পাশাপাশি নৌকার গণজোয়ার দেখে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।এসময় অাওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহিনা অাকতার বলেন, তাঁর স্বামী (অাবদুর রহমান বদি)র অসম্পূন কাজ সমাপ্ত করতে অাগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার অাহবান জানান। এ বিশাল নির্বাচনী জন সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, জেলা অাওয়ামী লীগ নেতা অাবুল মনসুর চৌধুরী, মেজর(অব) অাবু তাহের,উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু,উখিয়া উপজেলা অাওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক এড: রুহুল অামিন রাসেল, উখিয়া উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন,কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোরশেদ হোসেন তানিম,জালিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অানোয়ার হোসেন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল অালম চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম অাজাদ প্রমুখ। জালিয়া পালং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল সহকারে জনসভায় যোগদান করেন।পরিচালনা করেন অাওয়ামী লীগ নেতা লিয়াকত অালী।