গোয়েন্দা বিভাগের অভিযানে গুলি-পিস্তলসহ গ্রেফতার ২


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের ০১টি টিম গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট (খতিবের হাট) এলাকায় অভিযান চালিয়ে নি¤েœ বর্নিত ১নং আসামীর ভাড়া বাসা থেকে ২২০ রাউন্ড তাজা গুলি, ০২টি ম্যাগজিন, ০১টি বিদেশী পিস্তল সহ ০২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাতে (২৪/১২/২০১৮ইং দিনগত রাত) মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আবু বকর সিদ্দিক, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সৈয়দুল মোস্তফা, এসআই/আনোয়ার, এসআই/আবু সাঈদ ও অন্যান্য সঙ্গীয় ফোর্স সহ বহদ্দারহাট এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকালে খতিবের হাট এর মওলানা টাওয়ার এর ০১টি ফ্ল্যাট বাসা থেকে অবৈধ অস্ত্র কেনা-বেচার সময় অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ মহিউদ্দিন শিবলু(৩৯), পিতা-ফরিদ আহম্মদ, সাং-গরদুয়ারা, ৯নং গরদুয়ারা ইউনিয়ন, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ এনামুল হক(৩৫), পিতা-মৃত আয়েজ উদ্দিন, সাং-চকশুভ, থানা-লালপুর, জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২২০ রাউন্ড তাজা গুলি, ০২টি ম্যাগজিন, ০১টি বিদেশী পিস্তল (গঅউঊ ওঘ এঊজগঅঘণ) উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করেন যে, তাহারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।