গুগল মিটে নয়েজ ক্যান্সেলেশন ফিচার

গুগলের মিটে ভিডিও চ্যাট করার সময় ব্যাকগ্রাউন্ডের শব্দ মুছে ফেলতে এআই সম্বলিত নয়েজ ক্যান্সেলেশন ফিচার যুক্ত করেছে গুগল।

এ মাসের শেষ নাগাদ ফিচারটি জি স্যুট ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। এরপর সব ডেক্সটপ ব্যবহারকারীরা ফিচারটির আপডেট পাবেন। পরে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ফিচারটি পাওয়া যাবে।

সংবাদ মাধ্যম ভেঞ্চারবিটের এক ভিডিওতে জি স্যুটের ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট সার্জ লেচাপেল ফিচারটির সক্ষমতা তুলে ধরেন। চিপসের প্যাকেট মোড়ানোর শব্দ, পেনের পেছনে ক্লিক করার শব্দ ও চামচ দিয়ে গ্লাস নাড়ার শব্দ যে ফিচারটি মুছে ফেলতে পারে তা তিনি লাইভ দেখিয়েছেন।

গত দেড় বছর ধরেই ফিচারটি নিয়ে কাজ করছিলো গুগল। এআইকে প্রশিক্ষণ দিতে হাজার হাজার মিটিংয়ে তারা ফিচারটি ব্যবহার করেছে। সময়ের সাথে সাথে ফিচারটির উন্নতি ঘটাতে কাস্টমার সাপোর্ট চ্যানেলের ফিচারটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে গুগল।

সার্জ লেচাপেল জানিয়েছেন, ফিচারটি বাইডিফল্ট গুগল মিটে কাজ করবে। আলাদা করে চালু করতে হবে না। ফিচারটি অফ রাখতে চাইলে গুগল মিটের সেটিংসে গিয়ে অডিও মেনুতে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, গুগলের ভিডিও কনফারেসিং প্ল্যাটফর্ম গুগল মিট আগে হ্যাংআউট মিট নামে পরিচিত ছিলো।